এ উপমহাদেশ থেকে এ পযন্ত ১২ জন ব্যক্তিত্ব নোবেল পুরস্কার পেয়েছেন 

তারা হলেনঃ-
.
০১. সাহিত্যে রবীন্দ্রনাথ ঠাকুর ( ১৯১৩)
০২. পদার্থবিজ্ঞানে চন্দ্রশেখর ভেম্কটরমণ ( ১৯৩৯)
০৩. চিকিৎসায় হরগোবিন্দ খোরানা ( ১৯৬৮)
০৪. শান্তিতে মাদার তেরেসা ( ১৯৭৯ )
০৫. পদার্থবিজ্ঞানে আবদুস সালাম (১৯৭৯ )
০৬. পদার্থবিজ্ঞানে সুব্রামানিয়াম চন্দ্রশেখর ( ১৯৮৩)
০৭. অর্থনীতিতে অর্মত্য সেন ( ১৯৯৮)
০৮. শান্তিতে ড. মুহাম্মদ ইউনূস ( ২০০৬)
০৯. রসায়নে ভেম্কটরমণ রামকৃষ্ণ ( ২০০৯ )
১০. শান্তিতে মালালা ইউসুফজাঈ (২০১৪) ও
১১. শান্তিতে কৈলাশ সত্যার্থী ( ২০১৪)
১২. অর্থনীতিতে অভিজিৎ ব্যানার্জি ( ২০১৯)